Tally Accounting Software Training - Basic to Advance - Repto || Online Education Center

Header Ads

Your Can Learn Everything

Tally Accounting Software Training - Basic to Advance

Tally Accounting Software Training - Basic to Advance

অধিকাংশ প্রতিষ্ঠানই এখন হিসাবরক্ষণ করে সফটয়ারের মাধ্যমে। আর তাই একাউন্টিং সফটওয়্যার না জানলে প্রতিযোগীদের থেকে পিছিয়ে পড়া খুবই সোজা! চাকরি ক্ষেত্রে যারা এগিয়ে থাকতে চান কিংবা নিজ প্রতিষ্ঠানের প্রয়োজনে ট্যালি একাউন্টিং / ইআরপি সফটওয়্যার শিখতে চান তাঁদের জন্য রেপটো এডুকেশন সেন্টার নিয়ে এলো Tally ERP 9 Training in Bangla প্রাচীনকালে হিসাব নিকাশের জন্য ট্যালি নামে একটা জিনিস ব্যবহৃত হতো। এটি মূলত সংখ্যা গণনা বা হিসাবরক্ষনের জন্য খাঁজ কাটা লাঠি, এর একার্ধ পাওনাদারের নিকট এবং অপরার্ধ দেনাদারের নিকট থাকত। এই ট্যালি থেকেই সফটওয়্যারটির নামকরণ করা হয়েছে। Tally ERP 9 একটি সম্পূর্ণ একাউন্টিং, ইনভেন্টরি এবং পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটাতে যেকোন প্রতিষ্ঠানের একাউন্টিং, ইনভেন্টরি এবং পেরোল ব্যবস্থাপনা করা যায়। ট্যালি-র জনপ্রিয় সব ফিচারের কারণে এটি কেবল বাংলাদেশেই নয়, উপমহাদেশে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একাউন্টিং সফটওয়্যার।
কোর্সটি পেতে এখনি ক্লিক করুন:https://goo.gl/BtRZu1

2 comments:

Theme images by Roofoo. Powered by Blogger.